Markaz Al-Taqwa, Warren, MI

Donate generously for Masjid, Jazakumullahu Khairan.

Or donate with debit card⤵

Mosque Land Purchase Financial Summary

Alhamdulillah, a property has been purchased for Masjid Al-Taqwa for $720,000 through a land contract. A total payment of $445,000 has been made so far, which includes $348,000 paid directly from the Masjid fund, a $42,000 interest-free loan, and $55,000 paid over the past eleven months. Currently, the remaining balance is $275,000, which includes $233,000 outstanding and an additional $42,000 interest-free loan. We also have an ongoing monthly payment of $5,000. We humbly request your generous support to help us complete this noble project for the sake of Allah. Every contribution counts in making this House of Allah a lasting reality. Jazakumullahu Khairan wa Barakallahu Feekum.

মসজিদ ভূমি ক্রয় আর্থিক সংক্ষিপ্তসার

আলহামদুলিল্লাহ, একটি সম্পত্তি মাসজিদ আত্-ত্বাকওয়ার জন্য $720,000 ডলারে ল্যান্ড কন্ট্রাক্টের মাধ্যমে ক্রয় করা হয়েছে। এ পর্যন্ত মোট $445,000 ডলার পরিশোধ করা হয়েছে, যার মধ্যে $348,000 ডলার মসজিদের ফান্ড থেকে, $42,000 ডলার সুদমুক্ত ঋণ এবং গত ১১ মাসে $55,000 ডলার পরিশোধ অন্তর্ভুক্ত। বর্তমানে বাকি পরিমাণ $275,000 ডলার, যার মধ্যে $233,000 ডলার বকেয়া এবং অতিরিক্ত $42,000 ডলার সুদমুক্ত ঋণ রয়েছে। এছাড়াও, প্রতি মাসে $5,000 ডলার করে কিস্তি চলমান রয়েছে। এই বরকতময় প্রকল্পটি সম্পূর্ণ করতে আমরা আপনাদের উদার সহায়তা কামনা করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রতিটি দান এই আল্লাহর ঘর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাযাকুমুল্লাহু খাইরান ও বারাকাল্লাহু ফীকুম।

Current Construction Financial Summary

The Washroom & Wudu Place project has a total cost of $30,000, which has been funded through an interest-free loan of the same amount. So far, $1,700 has been collected in donations, leaving a remaining balance of $28,300 that still needs to be covered. Additional contributions are essential to complete this vital facility. Your support can help bring this project to completion—every donation makes a difference. May Allah bless your generosity!

বর্তমান নির্মাণের আর্থিক সংক্ষিপ্তসার

ওজুখানা ও ওয়াশরুম প্রকল্পের মোট ব্যয় $30,000, যা সুদ-মুক্ত ঋণের মাধ্যমে সম্পূর্ণ অর্থায়ন করা হয়েছে। এখন পর্যন্ত $1,700 দান হিসেবে সংগ্রহ করা হয়েছে, ফলে $28,300 অবশিষ্ট ব্যালান্স রয়ে গেছে যা এখনও পরিশোধ করা দরকার। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি সম্পন্ন করতে অতিরিক্ত অনুদান অত্যন্ত প্রয়োজন। আপনার সহযোগিতা এই নির্মাণ কাজ সম্পন্ন করতে সহায়তা করতে পারে—আপনার প্রতিটি অনুদান মূল্যবান। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন এবং বরকত দান করুন!

Allah says, ‘Spend from the sustenance that I have given you before death comes to any of you, for then he may say, “O my Lord, if you had given me respite for a little while longer, I would have given in charity and been among the righteous.” But Allah will never grant a soul any extension when its time is up, and He is fully aware of one’s actions.’ (Surah Al-Munafiqun, Verses 10-11)

অনুবাদঃ আল্লাহ বলেন, ‘আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার আগে। কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সদকা করতাম। আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। আর আল্লাহ কখনো কোনো প্রাণকেই অবকাশ দেবেন না, যখন তার নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।’(সুরা মুনাফিকুন, আয়াত : ১০-১১)

Uthman ibn Affan reported: The Messenger of Allah, peace and blessings be upon him, said, “Whoever builds a mosque for Allah, Allah will build for him a house like it in Paradise.” Source: Sahih Al-Bukhari 450, Sahih Muslim 533

অনুবাদঃ উসমান ইবনে আফফান (রাঃ) বর্ণনা করেছেন: আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, “যে কেউ আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে এর মতো একটি ঘর নির্মাণ করবেন।” সূত্র: সহীহ আল-বুখারী ৪৫০, সহীহ মুসলিম ৫৩৩

Photo Gallery​

Be a part of this beautiful project!

💌 Email: markazaltaqwa2022@gmail.com

☎️ Cell: +1 (646) 520-5078 (President), +1 (917) 543-6976 (Secretary)

Scroll to Top